ক্র:নং | বিবরণ |
1 | মাঠ পর্যায়ে কৃষকগনকে কৃষি বিষয়ে অনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান। |
2 | কৃষকদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপনে সহায়তা প্রদান। |
3 | কৃষকদের সাথে ব্যক্তিগত ও দলীয় আলোচনার মাধ্যমে আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি হস্থান্তর। |
4 | মাঠে ফসলের সমস্যা নিরুপন ও কৃষককে সমাধান দেওয়ার ক্ষেত্রে বিশেষে উর্ধতন কর্তৃপক্ষের |
5 | বরাবর প্রতিবেদন দাখিল। |
6 | বিভিন্ন কৃষি বিষয়ক জরিপ সম্প্রসারণ করা। |
7 | উন্নত জাত ও প্রযুক্তি হস্থান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ। |
8 | অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে চারা উৎপাদন। |
9 | ধান উৎপাদনে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD) ব্যবহার। |
10 | ফসল উৎপাদনে সারের সূষম মাত্রা ব্যবহার। |
11 | LCC এর মাধ্যমে ইউরিয়া সারের সাশ্রয়ী করণ। |
12 | পোকা দমনে ফেরোসন ফাঁদ ব্যবহার। |
13 | মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব সারের ব্যবহার। |
14 | এলাকার কৃষক ও ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষনের মাধ্যমে ইদুর দমন কার্যক্রম পরিচালনা করা। |
বি:দ্র:- তাছাড়া কৃষি তথ্য সার্ভিস সহ আরো অন্যান্য সকল কৃষি বিষয়ক সমস্যা, প্রশ্ন, সমাধান এবং তথ্যের জন্য ভিজিট করুন- |
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান।
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া।
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন।
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ।
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা।
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন।
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা।
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার।
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান।
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ।
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান।
কৃষি বাণিজ্যিকী করন।
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার।
0
ক্রমিক নং | নাম | পদবী | ব্লক | মোবাইল নাম্বার |
০১ | মোঃ মাহবুবুর রহমান | উপসহকারী কৃষি কর্মকর্তা | ভাগ্যকুল | ০১৭৪৭-৪১৯২৪৮ |
০২ | সাবিত্রী রানী | উপসহকারী কৃষি কর্মকর্তা | কামারগাঁও | ০১৮১৬-৮১৪৫৭৯ |
ভাগ্যকুল শ্রীনগর,মুন্সীগঞ্জ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS