Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“যোগাযোগ ব্যবস্থা”

 

 

ভাগ্যকুল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত ভাল। এ ইউনিয়নের যেকোন গ্রামে যাতায়াতের জন্য পাকা ও উচু কাঁচা রাস্তা রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে জেলা ও উপজেলা পরিষদে বাস,জীপ, ট্যাক্সি ক্যাব ও অন্যান্য যানবাহনে যাতায়াত করা যায়।

 

ঢাকা হতে ভাগ্যকুল ইউনিয়নে বাস যোগে –(ভাড়া ৬০ টাকা)

 

গাড়ী ছাড়ার স্থান

বাসের নাম

ছাড়ার সময়

পৌছানোর সময়

নয়া বাজার বাস স্ট্যান্ড

আরাম,নগর,সেবা, ইত্যাদি

সকাল ৬.০০ থেকে রাত ১১.০০ পর্যন্ত

ঢাকা থেকে ভাগ্যকুল পৌছাতে আনুমানিক সময় ৬০মিনিট।

 

উপজেলা ও জেলা পরিষদ থেকে ভাগ্যকুল ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-

 

উপজেলা ও জেলা পরিষদ থেকে ভাগ্যকুল ইউনিয়নে আসার জন্য কোন বাস চলাচল ব্যবস্থা আছে। তাই যাতায়াতের জন্য জীপ, ট্যাক্সি ক্যাব, সিএনজি চালিত গাড়ী ইত্যাদি ব্যবহার করা হয়।

 

নামঃ হামিদুল ইসলাম মোবাইল= ০১৯১৪৭১৯৮৩২

পদবীঃ সচিব, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ।