দর্শনীয় স্থান
বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ।এদেশের বুকচিড়ে অসংখ্য নদী নালা রয়েছে। পদ্মা , মেঘনা, যমুনা, ব্রক্ষপুত্র এদের মধ্য অন্যতম। পদ্মা নদী। ভাগ্যকুল ইউনিয়নের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছ। এই নদীতে প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করে।নদীর পাড়ে জেলেরা এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।এখানে ইলিশ, বোয়াল,রুই, চিংড়ি,পাবদা, ইত্যাদি মাছ পাওয়া য়ায়।
শ্রী,শ্রী হরিসভা
ুৃ্িু আমাদের ভাগ্যকুল ইউনিয়ের সবচেয়ে বড় একটি মন্দির। মন্দির স্থাপিত তারিখ বাংলাঃ ১৩২৬ সালে। শ্রী ,শ্রী, হরিসভfেএকটি পুরানো মন্দির। এখানে দূর থেকে অনেক লোকজন পূজা দিতে আসে। প্রতিদিন সন্ধ্যা আরতী হয়।মন্দিরতে
প্রতিদিন প্রতিদিন ভোগ হয়। কারো মানষী দেয়। প্রতি বছর অনুষ্ঠান হয়ে থাকে, লীলা কীত্তন ও শ্রীমদ্ভাগবদ গীতা ইত্যাদি।
(১)পদ্মা নদি।(২)পানি উন্নয়ন র্বোড।(৩)ভাগ্যকূল হরেন্দ লাল উচ্চবিদ্যালয়। (৪)ভাগ্যকূল আবহাওয়া কেন্দ্র।(৫)ভাগ্যকূল ঐতিহাসিক বাজার। (৬)ভাগ্যকূল উপস্বাস্হ্য কেন্দ্র(৭)ভাগ্যকূল শিশু সদন (৮)কামার গাঁও সিতলা বাড়ী মেলা (৯)হরেন্দ্র লাল এর স্কূল মাঠে র্দূগা পুজার মেলা(১০)ভাগ্যকূল বাজার জনকল্যান মাঠ (১১)ভাগ্যকূল টেলিগ্রাম এবং পোস্ট অফিস (১২)ভাগ্যকূল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ,মাঠপাড়া। (১৩)ভাগ্যকূল বাজার বরফ কল(১৪)বিক্রমপুর জাদুঘর (১৫)মুক্তিযোদ্ধা জাদুঘর,কামার গাও বাজারের বামে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS